বাংলাদেশ সেনাবাহিনী শ্যুটিং প্রতিযোগিতা ২০২১ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার (২৬-৮-২০২১) ঢাকা সেনানিবাসের সি এল এইচ, আর্মি শ্যুটিং রেঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় সর্বমোট ৭টি ইভেন্টে ৭টি সেনা শ্যুটিং ক্লাবের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শ্যুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং সাভার সেনা শ্যুটিং ক্লাব রানার-আপ হবার গৌরব অর্জন করে।
এসময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ঢাকা অঞ্চলের বিভিন্ন ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রতিযোগিতা গত ২২ আগস্ট ২০২১ তারিখে শুরু হয়।