মিজানুর রহমান, সিংগাইর
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষে সিংগাইর উপজেলা আনসার ভিডিপি কার্যালয় কর্তৃক আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।
আজ বৃহস্পতিবার (২৬ আগষ্ট) বেলা ১১ টার দিকে সিংগাইর উপজেলা চত্তরে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ আনসার ভিডিপির সহকারী জেলা কমান্ড্যান্ট এসএম রায়হান হেলাল- পিএএস, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা পল্লবী সুলতানা, সিংগাইর উপজেলা প্রশিক্ষক আব্দুস সাত্তার খান ।
এছাড়াও উপজেলা আনসার কোম্পানি কমান্ডার ও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের দলনেতা ও দলনেত্রী উপস্থিত ছিলেন । খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, তৈল, পেয়াজ ও সাবান ।
উল্লেখ্য যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম- বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি-এর দিক নির্দেশনায় মানিকগঞ্জ জেলা কমান্ড্যান্ট মোঃ এফতেখারুল ইসলামের তত্বাবধানে এই খাদ্য সামগ্রী বিতরণী কার্যক্রম সম্পন্ন হয় ।