ফ্যাল ফ্যাল করে শুধু দেখতে পারে,ছয় মাসের একটি বাচ্চা রয়েছে এ দরিদ্র সংসারে, নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে সামান্য আয় রোজাগাড় দিয়েই সুখে দুখে চলে আব্দুর রাজ্জাকের ছোট্ট সংসার।
গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের এনতাজ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (২৭) হঠাৎ করে ব্যাথা অনুভুত রোগে আক্রান্ত হয়। এরপর পরীক্ষা নিরিক্ষা করার পর জানা যায় তার দুটি ভাল্ব এর ত্রুটি রয়েছে বড় ধরণের অপারেশন প্রয়োজন।
আব্দুর রাজ্জাক বর্তমানে ন্যাশনাল হার্ড ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্স সেন্টারের চিকিৎসক মেজর (অব) দীন মোহাম্মাদ আনোয়ারুল কবিরের তত্বাবধাণে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুর রাজ্জাক কে সুস্থ্য করতে তার অপারেশন ও ঔষুধ কিনতে অনেক অর্থের প্রয়োজন সমাজের জনপ্রতিনিধি, বিত্তবান, মানবিক বন্ধুদেরসহ সর্বস্তরের মানুষের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন আব্দুর রাজ্জাকের অসহায় পরিবার।
তাকে আর্থিক সহযোগীতা করতে পারেন ও যোগাযোগ করতে পারেন।
০১৭৪৪-৮৪২৬৭৮ (নগদ),০১৯১৪-৫৯৮৪২৪ (বিকাশ) ।