দীর্ঘ ১২ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

তাহসানুর রহঃশাহজামাল

সংযোগ বন্ধের দীর্ঘ ১২ ঘণ্টার ব্যবধানে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। চুয়াডাঙ্গার উথলী রেলস্টেশনের কাছে ৫টি জ্বালানি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়,খুলনার সঙ্গে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের ট্রেন চলাচলের একমাত্র রেলপথ ।

আজ সোমবার (৩০ আগস্ট) সকাল ৮টায় পাকশী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। এবং দুপুর ১২টার দিকে মেইন লাইনটি সচল করে, লাইনচ্যুত ৩টি জ্বালানি তেলবাহী ট্যাংকার উদ্ধার করে রেল কর্তৃপক্ষ ।

জীবন নগর উপজেলার উথলী রেলস্টেশনের কর্মরত স্টেশন মাস্টার মোহাম্মদ আলী বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি পাস করানোর জন্য একটি জ্বালানি তেলবাহী ট্যাংকার রাত ১টা ১৫ মিনিটে উথলী রেলস্টেশনের লুপ লাইনে দাঁড় করানো হলে।অন্যদিকে সুন্দরবন পার হয়ে গেলে জ্বালানি তেলবাহী ট্রেনটি যাত্রা শুরু করলে স্টেশনের পশ্চিম হোম সিগন্যালের কাছে ট্রেনটির ৫টি জ্বালানি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়।

এ সময় এই রুটে ট্রেন চলাচল শিথিল হয়ে যায়। তারপর দীর্ঘ ১২ ঘন্টা রেল সংযোগ বন্ধের মধ্যে দিয়ে,পাকশী থেকে উদ্ধারকৃত জেট রিলিফ ট্রেন একটি একটি করে জ্বালানি তিনটি ট্যাংকার উদ্ধার করে মেন লাইন সচল করতে সক্ষম হন।

এ সময় ঘটনাস্থল পরিদর্শন করেন,পাকশী ডিভিশনের প্রধান পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। তিনি আরো জানান, সমস্ত কিছু খতিয়ে দেখা হবে বলে এই প্রত্যাশা রাখেন। এবং এই ট্রেনটি ৩০টি জ্বালানি তেলবাহী ট্যাংকার নিয়ে খুলনা হতে নাটোরোর উদ্দেশ্যে যাচ্ছিল।

দুর্গাপুজায় স্কুল-কলেজ ১১ দিন ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেইসঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x