গত দুটি সিরিজে বাংলাদেশ দলের উইকেটকিপারের দায়িত্ব সামলেছিলেন নুরুল হাসান সোহান। জিম্বাবুয়ে সফরে এবং ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দায়িত্বটা ভালোভাবে সামলে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মুশফিকুর রহিমের অনুপস্থিতে উইকেটকিপারের দায়িত্ব পালন করে সবার নজরও কেড়েছেন সোহান। এবার নিউজিল্যান্ড সিরিজেও কিপিং করবেন সোহান। বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজে ভাগাভাগি করে উইকেটকিপিং করবেন সোহান ও মুশফিক।
সিরিজের প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক উইকেটকিপারের দায়িত্বে থাকবেন। পঞ্চম ম্যাচের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ব্যাপারে রাসেল ডমিঙ্গো বলেন, ‘এই সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্বটা ভাগাভাগি করে পালন করবেন সোহান ও মুশফিক। ভিন্নতা থাকা ভালো। আপাতত এটি আমাদের পরিকল্পনা। তবে সোহান প্রথম দুই ম্যাচ কিপিং করবে।’
মুশফিকের ব্যাটিং পজিশন নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘মুশফিককে নিয়ে সিদ্ধান্ত হয়েছে, সে চার নম্বরে ব্যাটিং করবে। সে এই জায়গাতে সফল। সে ইনিংস ধরে রাখতে পারে। তাঁকে দলে পাওয়া আমাদের জন্য ভালো খবর।’
ইনিংসে ওপেনিং সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের তিনজন আছেন যারা ওপেন করতে পারে। সৌম্য, লিটন ও নাঈম আছে। নির্বাচকদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।