আশুলিয়ায় কৃষক লীগের শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে খাবার বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বিকেল ৫ টায় বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে শোকাবহ আগস্টের আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে আশুলিয়া থানা কৃষক লীগ।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।
এছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খাঁন।
এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। বক্তব্য শেষে নেতাকর্মীদের মাঝে খাবার বিতরণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় সংঘর্ষে বহিরাগত একদল যুবক অংশ গ্রহণ করলে সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। সংঘর্ষে এসময় অন্তত ১০ জন আহত হয়, ভাঙচুর করা হয় অনেক চেয়ার।
পরে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সংঘর্ষ ও ভাংচুর চলাকালীন সময় সাংবাদিকরা ছবি তুলতে গেেলে কৃষক লীগের এক নেতা সাংবাদিকদের উপর চৌরাহন।
এ বিষয়ে কৃষক লীগের কোন নেতাকর্মী সাংবাদিকদের সাথে কথা বলতে রাজি হয়নি।