মিজানুর রহমান, সিংগাইর :
মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের ৩ দিন পর শিশু আল আলামিনের লাশ উদ্ধার করা হয়েছে । আজ মঙ্গলবার দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের বেরুন্ডি এলাকার একটি নির্জন বাঁশের ঝাঁড় হতে লাশটি উদ্ধার করে পুলিশ । নিহত শিশুটি বলধারা ইউনিয়নের বেরুন্ডি বড়বাকা গ্রামের প্রবাসি শহিদুল ইসলামের ছেলে ।
পুলিশ, নিহত পরিবারের স্বজন এবং এলাকাকাসি সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে আল আমিন বাইসাইকেল নিয়ে বাড়ি হতে বের হয়েই নিখোঁজ হয় ।
অনেক খোঁজাখুজির সন্ধ্যান না পাওয়াতে ওই দিন রাতেই বাকা শহিদুল বাদী হয়ে সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেন ।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলার বেনুন্ডি এলাকার একটি নির্জন বাঁশের ঝাঁড়ে পুতে রাখা অবস্থায় বস্তাবন্দী লাশ দেখতে পান স্থানীয়রা ।
খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থল হতে শিশুটির লাশ উদ্ধার করে পরে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ ।
সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) রেজাউল হক বলেন, দুস্কৃতকারীরা পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করে লাশ গুম করতেই নির্জন বাঁশের ঝাড়ে পুতে রেখেছিল ।
এ ঘটনার রহস্য উন্মোচন করে নাড়কীয় ঘটনার হোতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।