স্বেচ্ছায় রক্তদানে মিঠাপুকুরে অনন্য নাম উৎকর্ষ বাংলাদেশ

সাব্বির হোসেন , মিঠাপুকুর :

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য “জগদ্বিখ্যাত শিল্পী ভুপেন হাজারিকার এ গানের মর্মকথায় অনেকে ভালোবাসা খুজে পেয়েছেন। বর্তমানে ভালোবাসা বলতে আমরা বুঝি তরুন-তরুণীর ভালোবাসা।আবার সন্তান পিতা-মাতার ভালোবাসাও আমরা জানি।তবে এর বাইরেও মানুষের মাঝে আরেক ভালোবাসা আছে।যেখানে নেই কোনো চাওয়া পাওয়া, টাকা-পয়সা কিংবা অন্য কোনো স্বার্থ।এমন একটি ভালোবাসার নাম হলো রক্ত দান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,পৃথিবীতে বছরে প্রায় ১১কোটি ব্যাগ রক্ত স্বেচ্ছায় সংগ্রহ হয়।বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে,দেশে বছরে প্রায় ৭লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয়।তার মাঝে ৬লক্ষ ব্যাগই আসে বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংগঠন গুলো হতে।আজ সেরকমই একটি রক্ত দান সংগঠনের গল্প শুনাবো।

“উৎকর্ষ বাংলাদেশ ” একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উক্ত সংগঠনটি গত বছর ২০২০ সালের অক্টোবর মাসে আমাদের সমাজের বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত মিঠাপুকুর উপজেলার ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়েনের বুঃ সন্তোষপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের২০১৭ সালের এসএসসি ব্যাচের কয়েকজন উদ্যমী, সাহসী,মেধাবী তরুণ-তরুণীদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠা লগ্নটি মসৃণ ছিলনা। অনেকে হেয় চোখে দেখতো অনেকে আবার প্রেরণা দিয়ে পাশে থাকতো।তবে,বুঃ সন্তোষপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,মহিদুর রহমান স্যার বলেছিলেন যে সংগঠনটি ভালোভাবে প্রতিষ্ঠিত হলে সংগঠনের অস্থায়ী কার্যালয় হিসেবে বিদ্যালয়ে একটি রুম ছেড়ে দিবেন।

এমন হাজারো উৎসাহের মাঝে সংগঠনটি ভালোভাবেই যাত্রা শুরু করে। এর মাঝে সংগঠনের সাথে যুক্ত হয় বিদ্যালয়ের সাবেক ছাত্র বড় ভাইরা। সাবেক ছাত্র বড় ভাইরা যুক্ত হবার পর সংগঠনের কাজ পরিচালনা করা অনেক সহজ হয়ে যায়।

একটু একটু করে সংগঠনটি মাথা উঁচু করে দাঁড়াতে থাকে।অল্পদিনের মাঝে সংগঠনটি স্থানীয় বাজারে প্রধান কার্যালয় গড়ে তোলে।

আবার কিছুদিনের মাঝেই সংগঠনটির দুটি নতুন শাখা গঠিত হয়।এদিকে সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজ করার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত হলেও তারা মূলত স্বেচ্ছায় রক্তদানকেই প্রধান হিসেবে বেছে নেয়।

কোনো ব্যক্তির রক্তের প্রয়োজন হলে সংগঠন কে জানালে সংগঠনটি বিনামূল্যে নিস্বার্থভাবে রক্ত সরবরাহ করে থাকে।এখনও সংগঠনের বয়স এক বছর পূর্ণ হয়নি তবে এরিই মাঝে সংগঠনটি মিঠাপুকুর এ ব্যাপক সাড়া ফেলেছে।

আজ সংগঠনের সভাপতি,জনাব,আখেরুজ্জামান শিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,”মানব সেবাই আমাদের মূল উদ্দেশ্য।

আমরা আমাদের যথা সাধ্য চেষ্টা করি মানুষকে বিনা স্বার্থে সেবা করতে”।তিনি আরও বলেন,” আমরা এখনও এক বছর পার করিনি এরি মাঝে আমরা সম্পুর্ণ বিনামূল্যে ৬২ ব্যাগেরও বেশী রক্ত দান করেছি রংপুর বিভাগের বিভিন্ন মানুষকে ”
সংগঠনটির সাধারণ সম্পাদক,
জনাব,মোকতাদির রহমান সিফাত বলেন,
” আমরা শুধু স্বেচ্ছায় রক্তদানেই সীমাবদ্ধ নই।

কয়েক মাস আগে আমরা ১০ নং বালুয়া মাসিমপুর ও ৮ নং চেংমারী ইউনিয়নে সারাদিন ব্যাপী ৬০০ জনেরও বেশী মানুষকে বিনামূল্যে রক্তের গ্রুপ পরিক্ষা করে দিয়েছি”।

সংগঠনটির একাধিক নেতা কর্মীর সাথে কথা বলে জানা যায়, তারা শুধু মিঠাপুকুর উপজেলায় নয় সারা রংপুর বিভাগেই রক্ত সরবরাহ করছেন।এবং, তারা আরও বলছেন অদূর ভবিষ্যতে তারা তাঁদের সংগঠনের শাখা সারা দেশব্যাপী বিস্তার করবে এবং সারা দেশব্যাপী মানবতার সেবা পরিচালনা করবে।

গণঅভ্যুত্থান-বিপ্লবের মূল স্পিরিট ব্যাহতকারীদের সরানোর কথা বলেছি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মধ্যেও দুই একজন আছেন, যারা অন্তর্বর্তী সরকার ও গণঅভ্যুত্থান-বিপ্লবের যে মূল...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x