চাকরির প্রলোভন দেখিয়ে ২২ বছরের এক যুবতীকে দৌলদিয়া পতিতা পল্লীতে বিক্রির অভিযোগে পাচারকারী দলের মুল হোতাকে গ্রেফতার করেছে পুলিশ। পতিতালয়ে বিক্রির ১ মাস পর ওই যুবতীকে গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে বাসন থানায় ৪ জনকে এজাহার নামীয় ও ২/৩ কে অজ্ঞাত আসামী করে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার সামসু মাস্টার পাড়া গ্রামের বাবুল সরদারের ছেলে সোহেল রানা (২৫)।
গাজীপুর মহানগরীর বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, প্রায় এক মাস আগে গাজীপুরের বাসন থানার ভোগড়া বাইপাস এলাকার রুপা গার্মেন্টসের সামনে চাকুরির জন্য গেলে অজ্ঞাত ৩ থেকে ৪ জন লোক চাকুরির প্রলোভন দেখিয়ে তাকে গাড়িতে তুলে নিয়ে দৌলদিয়া পতিতা পল্লীতে এক লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে।
ওই যুবতীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনার মূল হোতা সোহেল রানাকে গ্রেফতার করে মানব পাচারের আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরো জানান, চাকুরির প্রলোভনে যুবতীকে পতিতালয়ে বিক্রির ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের জোড় অভিযান অব্যাহত রয়েছে।