শফিকুল ইসলামঃ
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের কৃষকলীগের উদ্যোগে ৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার(১০ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় ইউনিক প্লাজা ব্লু মাউনব্ট রেষ্টুরেন্ট ধামসোনা ইউনিয়ন কৃষকলীগের ৭নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন সাধারণ সম্পাদক মোঃ রানা সহ ৫৪ সদস্য কমিটি ঘোষণা করেন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর কৃষকলীগের আহবায়ক মহসিন করিম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মোঃ মোবারক হোসেন।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য সচিব মোঃ হাসান হাবিব, সাভার উপজেলা আওয়ামীলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের, আশুলিয়া থানা আওয়ামীগের আহবায়ক কমিটির সদস্য সানাউল্লাহ সানা, জাকির হোসেন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের যুগ্ম আহবায়ক, আশুলিয়া থানা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ হযরত আলী, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সাবেক সহ সভাপতি সহির উদ্দিন, ঢাকা জেলা উত্তর কৃষক লীগের সদস্য শাহ আলম, আশুলিয়া থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ( আনু), ঢাকা জেলা কৃষক লীগের সদস্য জি এম নজরুল ইসলাম নিরব,বাংলাদেশ আওমী হকার্স লীগের সভাপতি শহিদুল ইসলাম, সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধামসোন ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কিসমত আলী।
সঞ্চালনায় ছিলেন ধামসোনা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন।
এ সময় প্রধান অতিথি ও বক্তাগণ, কৃষকলীগের নব গঠিত ৭ নং ওয়ার্ড কমিটি কে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন। এবং ধামসোনা ৭নং ওয়ার্ড কৃষকলীগ কে আরো শক্তিশালী করণের লক্ষে নানা মুখী কর্মকান্ড নিয়ে বিশদভাবে আলোচনা করেন।