চুয়াডাঙ্গার গড়াইটুপিতে  সাপ্তাহিক পশুহাট স্থাপনার জন্য আলোচনা সভা অনুষ্ঠিত

তাসানুল হক শাহজামাল

শতবছরের ঐতিহ্যবাহি গড়াইটুপি মেটেরি মেলা দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর, এলাকার মানুষের  বাৎসরিক বিনোদন ও ইতিহাস সংস্কৃতি পুনরায় ফিরিয়ে আনতে গড়াইটুপি ইউপি পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজুর প্রচেষ্টায় পুনরায় মেলা চালুকরণ ও সাপ্তাহিক পশুহাট স্থাপনের জন্য বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় উক্ত মেলার মাঠ প্রাঙ্গনে।

গত বৃহস্পতিবার বেলা বারোটার সময় উক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি চুয়াডাঙ্গা  জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার কে ফুল দিয়ে বরণ করে উক্ত ইউপি পরিষদের মহিলা মেম্বার মৌসুমী আক্তার ও তাসলিমা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গড়াইটুপি ইউপি পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু। অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত ইউনিয়ন পরিষদের মেম্বার চান মিয়া।

গড়াইটুপি ইউপি পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু তার বক্তব্যে বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবত অদৃশ্য কোনো কারণে ঐতিহাসিক গড়াইটুপি মেলাটি বন্ধ হয়ে রয়েছে। এই মেলার সাথে জুরে আছে শতবর্ষের ইতিহাস ও সংস্কৃতি। মেলার সময় প্রতিদিন প্রায় এক কোটি টাকার ব্যবসায়িক লেনদেন হতো এই মেলা প্রাঙ্গণে। তিনি গড়াইটুপি ইউনিয়ন বাসীর কথা চিন্তা করে উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন করেন ঐতিহাসিক এই মেলাটি যাতে পুনরায় চালু করা হয় ও সাপ্তাহিক পশুহাট স্থাপনা করা হয় যাতে এই এলাকার মানুষের জনদুর্ভোগ কিছুটা হলেও কমে আসে ও তারা পুরনো বিনোদনের ফিরে আসতে পারে। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে মেলাকে ঘিরে ইতিহাস সংস্কৃতি কেউ ভুলে না যায়।

প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জনাব নজরুল ইসলাম সরকার তার বক্তব্যে বলেন, প্রশাসন ও সরকার সব সময় জনগণের কল্যানের কথা ভাবে যে কাজটি জনগণের জন্য মঙ্গলকর সেই কাজটি সরকার ও প্রশাসন করবে।মেলার বিষয়ে তিনি বলেন যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল ঐতিহাসিক এই মেলাটি, সেহেতু চাইলেই পুনরায় চালু করা সম্ভব নয়। তিনি আরো জানান মেলা পুনরায় চালু করার জন্য ও সাপ্তাহিক পশুরহাট স্থাপনের জন্য কিছু নিয়ম নীতি আছে যা মেনে, এমপি মহোদয়ের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

উক্ত  অনুষ্ঠানে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী অফিসার মুহাম্মদ সাদিকুর রহমান,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিপু,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম,ইউপি সদস্য সাইদ খোকন।

ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল: শাস্তি পাচ্ছেন যে ১৭ জন

জেলা প্রশাসক (ডিসি) পদায়নকে কেন্দ্র করে সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের রুমে হাতাহাতির ঘটনায় ১৭ উপসচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x