মিজানুর রহমান :
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশের মত মানিকগঞ্জ জেলার সিংগাইরেও প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে । পছন্দের প্রার্থীদের কর্মী ও সমর্থকরা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেজবুকে নিত্যি নতুন উঠান বৈঠক ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ছবি আপলোড দিয়ে নেট দুনিয়া ভাইরাল করছে এবং পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা ও চায়ের দোকানগুলোতে আলোচনা-সমালোচনায় মুখরিত হয়ে ওঠছে রাজনীতি অঙ্গন ।
আসন্ন ইউপি নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন দল আ’লীগের মনোয়ন নৌকা প্রতীক চেয়ে প্রচার-প্রচারণা ও দলের হাইকমান্ডের সাথে নিয়মিত যোগাযোগ মেইনটেইন করে চলছেন মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য সিংগাইর থানা আ’লীগের অর্থ বিষয়ক সম্পাদক জনপ্রিয় ব্যক্তিত্বের অধিকারী আব্দুল আলীম কোম্পানী ।
আব্দুল আলীম কোম্পানী সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল এলাকার স্থানীয় বাসিন্দা । তিনি মেসার্স এএইচএম ব্রিকস ও এ এইচ এম ব্রিকস এ্যান্ড কন্সট্রাকশনের সত্বাধীকারী । বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক । শিক্ষাক্ষেত্রের উন্নয়নে রয়েছে তার গভীর আগ্রহ ।
সে সুবাদে তিনি শাহরাইল আইডিয়াল স্কুল এ্যান্ড কলেজ এবং পার্শ্ববর্তী থানা সাভারের তালবাগ এলাকার স্ট্যান্ডার্ড পাবলিক স্কুলের পরিচালক তিনি ।
নিজ এলাকা পূর্ব সাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়েরও তিনি ম্যানেজিং কমিটির সভাপতি । সাভারে বাড়ি করার কারণে সেখানকার সাভারস্থ সিংগাইর কমিটির সাংগঠনিক সম্পাদক হন তিনি । এলাকায় জনগনের বেশ সাড়া পাচ্ছেন তিনি ।
কোটি টাকার মালিক হয়েও গরিব-ধনী সবার সাথে সৌহার্দপূর্ণ আচরণে তিনি সবার প্রিয় পাত্রতে মনের মণী কোঠায় আছেন । তার ছোটভাই ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সফল সভাপতি আব্দুল হালিম । তিনি বেজায় স্মার্ট তরুণ ।
এলাকাজুড়ে রয়েছে তাদের পরিবারবর্গের আলাদা এক সুনাম । আব্দুল হালিম বলেন, আমার বড় ভাইকে নৌকা প্রতীক দিলে বিপুল ভোটে পাশ করে এমপি মমতাজ তথা আ’লীগের একচেটিয়া আধিপত্য বিস্তার করে উন্নয়নের জোয়ার বইয়ে দিব ইনশাহ আল্লাহ্ ।
আব্দুল আলীম কোম্পানী বলেন, আমাদের শাহরাইলের প্রধান পাকা সড়কটির বেহাল দশা দীর্ঘদিন যাবৎ । তাই এ সড়ক মেরামতসহ এলাকার উন্নয়ন করাই হবে আমার প্রধান লক্ষ্য ।
সেই সাথে মাননীয় এমপি মমতাজ বেগমের নির্দেশনা মতে আ’লীগের হয়ে আজীবন কাজ করে যেতে চাই ।