মোঃ মিজানুর রহমান
“বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইরে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিস কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা ওয়াহিদুল আবরার। তিনি দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।
এ ছাড়াও ২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিত সাংবাদিকদের অবহিত করা হয়।
মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষায় সাংবাদিকদের পক্ষ থেকে নদী-খাল বিল ও জলাশয় দুষণমুক্ত ও ঝাটকা মাছ ধরা বন্ধসহ একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করা হয়।
এ সময় উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা তাহেরা রহমানিয়া, বাংলাদেশ সাংবাদিক সমিতির (বাসাস) সিঙ্গাইর উপজেলার শাখার আহ্বায়ক জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার স্থানীয় প্রতিনিধি মোবারক হোসেন, যুগ্ম-সম্পাদক দৈনিক আজকের পত্রিকার সুজন মাহমুদ মিলন, কায়করি সদস্য দৈনিক সকালের খবরের মিজানুর রহমান, অনলাইন নিউজ পোর্টাল আজকের তরুণ কণ্ঠের সম্পাদক মাহমুদুল হাসান ও দৈনিক আলোকিত সকালের স্থানীয় প্রতিনিধি শাহাদাৎ হোসেন সায়েম প্রমুখ উপস্থিত ছিলেন।