দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮ ইউনিয়ন পরিষদের গ্রহণ ১১ নভেম্বর

দ্বিতীয় ধাপে দেশের ৮৪৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ হবে আগামী ১১ নভেম্বর। আজ বুধবার নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত হওয়ার পর কমিশন সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যপদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর।মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ২৬

আজ সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশন সভায় সিরাজগঞ্জ-৬ আসনের উপনির্বাচন, সপ্তম ধাপের ১০টি পৌর নির্বাচনেরও তারিখও চূড়ান্ত করা হয়। ২ নভেম্বর ওই নির্বাচন হবে।

পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের বিস্তারিত জানান ইসি সচিব। এ সময় ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, এনআইডি উইংয়ের ডিজি এ কে এম হুমায়ুন কবীর, ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান ও এস এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, সিরাজগঞ্জে রিটার্নিং কর্মকর্তার কাছে ১০ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।

মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২ নভেম্বর।

আর ১০ পৌরসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৮ অক্টোবর।

মনোনয়নপত্র বাছাই ১১ অক্টোবর ও প্রত্যাহারের শেষ সময় ১৭ অক্টোবর। ভোট গ্রহণ হবে ২ নভেম্বর।

সিরাজগঞ্জ ও ১০ পৌরসভা এবং ২০ ইউপিতে ইভিএমে ভোট হবে। বাকিগুলোতে ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে।

চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হলেও সদস্যপদে নির্দলীয় প্রতীকে ভোট হবে ইউপিতে।

দুর্গাপুজায় স্কুল-কলেজ ১১ দিন ছুটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা সেইসঙ্গে ফাতেহা-ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে স্কুল-কলেজ বন্ধ থাকবে ৯ দিন। তবে সাপ্তাহিক...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x