সাফ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দলের সবাই ভালো আছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দল মালেতে পৌঁছেছে বলে জানিয়েছে বাফুফে।
ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র না পাওয়ায় নাইজেরিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি ফরোয়ার্ড এলিটা কিংসলেকে পাচ্ছে না বাংলাদেশ। ২৩ সদস্যের দলে একমাত্র চমক আবাহনীর হৃদয়।
এদিকে, এবারের সাফ চ্যাম্পিয়নশিপে নেই গ্রুপ পর্ব। পাঁচ দলের এ টুর্নামেন্টে প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে।
মালদ্বীপের রাজধানী মালেতে আগামী ১ অক্টোবর শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
প্রসঙ্গত, ২০০৩ সালের সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ ২০০৫ সালে হয়েছিল রানার্সআপ। ২০০৯ সলে সবশেষ খেলেছিল সেমি-ফাইনালে।
এরপর থেকেই শুরু পেছনের দিকে ছুটে চলা। পরের চার আসরে সঙ্গী হয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার বিষাদ।