মেঃকামরুল হাসান রানা
“আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো”।এবারে এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আজ বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় উপজেলা হলরুমে জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ইং উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠান অনুজা মন্ডল ( সহকারি কমিসনার ভূমী) ‘ র সভাপতিত্বে, সাবরিনা আলম ( প্রশিক্ষক মহিলা অধীদপ্তর) এর সন্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অথিতির আসন অলংকৃত করেছেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু।
উক্ত অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলোয়াত করেন মোসাঃ রিনা বেগম, পবিত্র গীতা পাঠ করেন নীলিমা রানী বৈরাগী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,আবুল বাসার ( মাধ্যমিক শিক্ষা অফিসার), সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তাসলিমা বেগম, উম্মে হাবিবা ( মহিলা বিষয়ক কর্মকর্তা), ফ্যাসন ডিজাইনার শারমিন আক্তার, বিউটিসিয়ান শারমিন সুলতানা, নূজাহান রনি।
উক্ত অনুষ্ঠানে অন্নান্যর সাথে আরো উপস্থিত ছিলেন রুহীদাস বিশ্বাস ( আহ্বায়ক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, রাজাপুর উপজেলা শাখা) রাজাপুর প্রেস ক্লাবের নির্বাহি সদস্য মোহাম্মদ কামরুল হাসান রানা, সদস্য রেজাউল ইসলাম পলাশ ফরাজী ।
উক্ত অনুষ্ঠানটি আয়োজন করেন রাজাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।