তাহসানুল রহমান শাহজাহান
জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাবঃ মোঃআব্দুল খালেকের নির্দেশনায় জীবননগরথানার এস.আই (নিঃ) আমির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী, চিরুনি অভিযানে পৌর এলাকায় ৭নং ওয়ার্ডে শাপলাকলি পাড়ার দুই বাসিন্দাকে ১০পীচ ইয়াবা সহ গ্রেফতার।
গতকাল (০৩অক্টোবর) অনুমানিক রাত ৯ টার দিকে জীবন নগর উপজেলার ৭ নং ওয়ার্ডে দত্তনগর রোডে সাদিকুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে আটক করা হয়।
জানা গেছে, জীবন নগর উপজেলার শাপলাকলি পাড়ার পিতাঃমোঃওয়াজেদ মোল্লার ছেলে ইমরান আহম্মেদ(২৩) ও একই পাড়ার বাসিন্দা পিতাঃ-মোঃ রশিদুল ইসলামের ছেলে সাইদুর রহমান(৪৯) দুই জনকে ১০পীচ ইয়াবা সহ আটক করা হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক এর নির্দেশনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলায় আওতায় এনে রুজু সহ (৪ অক্টোবর)সোমবার সকালে জেল হাজতে প্রেরণ করা হবে জানিয়েছেন।