কক্সবাজারের কুতুবদিয়া থানার পুলিশের অভিযানে উপপরিদর্শক রাইহানের নেতৃত্বের বিশেষ অভিযান পরিচালনা করে আজিজুল ইসলাম (২২),মোঃজিয়াবুল হোসাইন, মোজাম্মেল হক(৪২), নেছার উদদীন (২৪),রোমা আক্তার (২৫),ইনুন নাহার (৪৫) এই ০৬ জনকে আটক করেন পুলিশ।
আজ বুধবার (৬ ই অক্টোবর) কুতুবদিয়া থানার উপপরিদর্শক রাইহানের নেতৃতে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ২৪/২১নংমামলার পলাতক আজিজুল ইসলাম, (২২)মোঃ জিয়াবুল ইসলাম (২০)এরা দুজনেই পিতা মৃত মোহাম্মদ হোসাইন এবং নজর আলী মাতবর পাড়া বলে এলাকা বাসির সুএে জানা যায়।
জিআর ৭৪/২১ নং মামলার পলাতক আসামি মোজাম্মেল হক(৪০ ) পিতা সিরাজুল হক ওরা তিন জনের বাড়ি নজর আলী মাতবর পাড়া কৈয়ারবিল।
জিআর ৪৯/২১ নংমামলার পলাতকমোঃ নেছার উদদীন (২৪) পিতা সকি আলম বলে পুলিশ সূত্রে জানা যায়। রোমা আক্তার (২৫) স্বামী নেজাম উদিদন।ইনুন নাহার (৪৫)উভয়ের বাড়ি পুতিইন্যার বাড়ি আলী আকবর ডেইল।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার বলেন এরা পরোয়ানা ভুক্ত আসামি তাই আইনের আওতায় এনে কুতুবদিয়া আদালতে পাটানো হয়।