ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা বুবলী চলচ্চিত্রের কাজের বাইরে সোশ্যাল মিডিয়ায়ও বেশ সরব। প্রায়ই নিত্যনতুন আপডেট নিয়ে হাজির হন। এবার নিজেকে ফিট রাখতে যোগব্যায়ামে ব্যস্ত বুবলী ধরা দিলেন ফেসবুক ওয়ালে।
আজ বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুক পেইজে যোগব্যায়ামের বেশকিছু ছবি প্রকাশ করেছেন বুবলী। এতে কালো পোশাকে যোগের আসনে পোজ দিতে দেখা যাচ্ছে তাকে।
যার ক্যাপশনে লিখেছেন, ‘ডেটিং উইথ ইয়োগা।’ জানা গেছে, সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত যোগব্যায়াম করেন ‘বীর’খ্যাত এই নায়িকা।
এর আগে যোগব্যায়াম নিয়ে এক সাক্ষাৎকারে বুবলী জানান, জিমে ভর্তি হওয়ার পর যোগব্যায়ামের প্রায় ১৪টি আসন শিখেছেন তিনি। সুন্দর ও সুস্থ থাকতে মন ভালো রাখা জরুরি।
আর তাই মনকে প্রফুল্ল রাখতে ও ফিট থাকতে প্রতিদিন নিয়মিত এক ঘণ্টা করে যোগব্যায়াম করেন তিনি।
240
Shares
শেয়ার করুন
শেয়ার করুন