সৈয়দপুর প্রতিনিধি ঃ নীলফামারীর সৈয়দপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কিশোর-কিশোরী ক্লাবে ক্রীড়া সামগ্রি ও বাদ্যযন্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) উপজেলা ভবন চত্বরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রি ও বাদ্যযন্ত্র বিতরণ করেন।
পৌর ও ইউনিয়নের ৬টি ক্লাবের মাঝে ক্যারাম বোর্ড, দাবা ও লুডু এবং হারমোনিয়াম, তবলা-ডুগি বিতরণ করা হয়। এছাড়াও জেন্ডার প্রোমোটর হুসনে আরাকে একটি বাই-সাইকেল প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণোবেশ চন্দ্র বাগচি (দুলাল), কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূরুন্নবী সরকার, বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, মহিলা বিষয়ক কার্যালয়ের হিসাবরক্ষক কাম ক্রেডিট সুপারভাইজার মো. হামিদুর রহমান, অফিস সহকারী মো. নফিজ উদ্দিন, ছাত্রনেতা শরীফুল টিটো প্রমুখ।