ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। আজ রবিবার দেশটির বন্দর নগরী এডেনে এ ঘটনা ঘটে। তবে এ হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি।
জানা গেছে, এডেনের গভর্নর আহমেদ লামলাস ও কৃষিমন্ত্রী সালেম আল সুক্রাত্রির গাড়িবহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে, হামলায় তাদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।
সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) মুখপাত্র জানিয়েছেন, পাঁচজন নিহতের পাশাপাশি, আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র : রয়টার্স।
886
Shares
শেয়ার করুন
শেয়ার করুন