গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪০ দিনের বকনা বাছুর ১৫ দিন থেকে আধা লিটার করে দুধ দিচ্ছে। ঘটনাটি ঘটেছে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের কিশামত সর্বানন্দ গ্রামের খামারি আফছার আলী খামারে।ঘটনাটি নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন আফছার আলীর বাড়িতে ভীড় করছে হাজার হাজার উৎসুক জনতা।
চল্লিশ দিন বয়সের বকনা বাছুরের মালিক খামারি আফছার আলী জানান, তার বকনা বাছুরের বয়স যখন ২৫ দিন তখন হঠাৎ বাছুরটি খাওয়া নেয়া ছেড়ে দেয়।খাবার দিতে গিয়ে তিনি দেখেন বাছুরের ওলান ফোলা ফোলা ভাব। তখন তিনি বাছুরের ওলানে হাত দিয়ে টানা শুরু করলে ওলান দিয়ে দুধ বের হওয়া শুরু করে। প্রথমে তিনি অবাক হয়ে যান, তারপর থেকে প্রতিদিনে একই সময়ে দুধ দোহন শুরু করে। কম বয়সি বাছুর হওয়ায় তিনি প্রতিদিন একবেলা করে দুধ সংগ্রহ করেন।
প্রতিদিন দুধ সংগ্রহ না করলে বাছুরটির ওলান ফুলে শক্ত হয়ে যায়। তিনি গত ১৫ দিন ধরে দুধ সংগ্রহ করছেন। আফছার আলী আরও জানান, প্রথম দুই দিন তিনি, এক পোয়া, এখন তিনি আধা লিটার করে দুধ সংগ্রহ করছেন। বিষয়টি শুনে আশ্চর্য হয়ে প্রতিবেশীসহ বিভিন্ন এলাকা থেকে তার বাড়িতে ভিড় করছে উৎসুক জনতা।
রবিবার আফছার আলীর বাড়িতে বাছুর দেখতে আসা আলমগীর ফারুক জানান, এটি তার জীবনে প্রথম দেখা। তিনি ঘটনাটি শুনে বিশ্বাস করেননি। তারপর নিজে আফছার আলীর বাড়িতে এসে দেখে অবাক হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ অফিসার ফজলুল করিম জানান, হরমোনের কারণে এমনটা হতে পারে। হরমোন যদি বেড়ে যায় তাহলে এরকম বকনা গরু থেকে দুধ আসতে পারে। এটা আশ্চর্য জনক হলেও অলৌকিক কিছু না। যদি এই দুধ স্বাস্থ্যসম্মত হয় তাহলে এটা যে কেউ পান করতে পারে।