নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়া থানার নরসিংহপুর এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে এপিবিএন পুলিশের কং ফরহাদ হোসেন এর মোটর সাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়া সেই গাড়ির ডাইভারকে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ।
আশুলিয়া থানার মামলা নং ৬৪(৯)২১, ধারাঃ ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫, এর ক্লুলেস ঘটনার রহস্য উন্মোচন করে আসামী ড্রাইভার ১/সুজন(২৩)কে ইপিজেড এলাকা থেকে কৌশলে গ্রেফতার করেন।
আশুলিয়া থানার চৌকস অফিসার এস,আই (নিঃ) এমদাদুল হক ও সঙ্গীয় অফিসার ও ফোর্স। এ ঘটনার সাথে সম্পৃক্ত নবাব কার্গো লাইন নামের একটি কভার্ড ভ্যানকে আটক করা হয়।
গত ২৯/০৯/২১ ইং তারিখ আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে এপিবিএন পুলিশের কং ফরহাদ হোসেন এর মোটর সাইকেলকে ধাক্কা দিলে হাসপাতালে নেবার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে কেন্দ্র করে এস,আই এমদাদ ঢাকা জেলার সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে নবাব কার্গো লাইন নামের একটি কভার্ড ভ্যান এর সন্ধান পান এবং অদ্য বিকাল ৪.১০ ঘটিকার উক্ত কভার্ড ভ্যানটিকে আটক করে ঘটনার সাথে জড়িত আসামীকে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসেন।