আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অগ্নিকাণ্ড বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর, বুধবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এই মহড়া অনুষ্ঠিত হয়।
ফায়ার সার্ভিসের বিশেষ মহরায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন. ঈশ্বরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস টিম লিডার দেলোয়ার হোসেন প্রমূখ।
মাঠ মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ায় অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে সচেতনতামূলক বিভিন্ন বিষয়াদি উপস্থাপন করা হয়।
236
Shares
শেয়ার করুন
শেয়ার করুন