মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা সভা কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ও সিভিল ডিফেন্সের মো. মেহেদী হাসানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
আলোচনা শেষে নাগরপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ও সিভিল ডিফেন্সের মো. মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা চত্বরে দুর্যোগ প্রশমন ও অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের কর্মকাণ্ডগুলো প্রদর্শন করা হয়।
1121
Shares
শেয়ার করুন
শেয়ার করুন