সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে বাঁচা–মরার লড়াইয়ে ১–০ গোলে এগিয়ে বাংলাদেশ। ম্যাচের ৯ মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রিকিকে মাথা ছুঁইয়ে গোলে করেনসুমন রেজা।
ফাইনালে খেলতে হলে এ ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। একাদশে আচ চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। আগের ম্যাচ খেলা মতিন মিয়া নেই।
তাঁর জায়গায় খেলছেন সুমন রেজা। এ ছাড়াও রহমত মিয়ার জায়গায় খেলছেন টুটুল হোসেন বাদশা। ইয়াছিন আরাফাত দুই হলুদ কার্ডের কারণে নেই। দলে ফিরেছেন রাকিব হোসেন ও বিশ্বনাথ ঘোষ।
1055
Shares
শেয়ার করুন
শেয়ার করুন