গৌরীপুর প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব শেষে বিজয়া দশমীতে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের অনন্ত সাগর দীঘিতে প্রতিমা বির্সজন দেয়া হয়েছে।
শুক্রবার বিকাল থেকেই কড়া নিরাপত্তায় পৌর এলাকার মন্ডপগুলো থেকে প্রতিমা বিসর্জনের জন্য ট্রাকবাহী প্রতিমা নিয়ে ঢাক- ঢোল পিটিয়ে হিন্দু ধর্মালম্বীরা জড়ো হতে শুরু করে অনন্ত সাগড় পাড়ে। এরপর শুরু হয় প্রতিমা বিসর্জনের পালা।
তবে করোনা ভাইরাসের কারণে এবারের দুর্গোৎসবে কিছু বিধিনিষেধ ছিল। প্রতিমা বিসর্জনের সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখা গেছে।
প্রতিমা বির্সজন উপকমিটির আহবায়ক গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার(ভূমি) নিকাত আরা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অরুন সরকার, সাধারণ সম্পাদক শ্যামল কর, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ বাগচি, সাধারণ সম্পাদক প্রমূখ।