চট্টগ্রাম নগরীর জেএম সেন হলের পূজা মণ্ডপে গত শুক্রবার হামলা, পুলিশের কাজে বাধা প্রদান ও হামলার ঘটনায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার কোতোয়ালী থানা পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে ঘটনার পর থেকে শনিবার ভোর পর্যন্ত ৮৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে।
তাদেরকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে তোলা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নেজাম উদ্দিন বলেন, ‘বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়েছে।
মামলায় ৮৩ জনের নাম উল্লেখসহ আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলার বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। গ্রেফতার ৮৩ জনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
315
Shares
শেয়ার করুন
শেয়ার করুন