দেলদুয়ারে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার সকল মসজিদের ইমামদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু (এমপি)
শনিবার উপজেলা অডিটরিয়ামে জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বানিজ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব আহসানুল ইসলাম টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাকিলা পারভীন।
এই অনুষ্ঠানে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষে ৫০১জন ইমামকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, সহকারী কমিশনার (ভুমি) প্রশান্ত বৈদ্য, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম. সাদিক প্রমূখ।