আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ আলফাজ (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৩০ মার্চ) সন্ধ্যায় আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ আলফাজ (২৪) মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ধানকোড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়া থানাধীন নরসিংহপুর এলাকায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের পাশে একটি রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারি আটক করা হয়। পরে তার নিকট থেকে এক কেজি ১০০গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারি বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।