২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। গতবার পাশের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে। এবার ছাত্রদের পাশের হার ৮১.৫৭ শতাংশ, ছাত্রীদের পাশের হার ৮৪.৪৭। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩.৭৭ শতাংশ।
রবিবার ( ১১মে ২০২৪ ইং ) সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ২০২৪-এর ফল এবং ফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী। বেলা ১১টায় ফল প্রকাশ করা হয়।
সারাদেশে এসএসসি পরিক্ষায় প্রকাশিত প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ঢাকা জেলার সাভার উপজেলায় আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলে অবস্থিত খাজা গরিবে নেওয়াজ প্রিপারেটরি হাই স্কুল বরাবরের মতো এবারও এসএসসি পরিক্ষায় শত ভাগ পাশ নিশ্চিত করেছে।
খাজা গরিবে নেওয়াজ প্রিপারেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক শুভ কুমার হালদার বলেন, এবার আমাদের স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছেন সবাই উত্তীর্ণ হয়েছে ।
তাদের মাঝে গোল্ডেন ( A+ 5 ) ৫ জন, A+ ১২ জন, A ২৭ জন, A- ৩ জন।
বরাবরের ন্যায় এবারো শতভাগ পাশের রেকর্ড ধরে রাখলো। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ভাল ফলাফলের ভিত্তিতে সবাই পাশ করেছে।তিনি আরো বলেন আমাদের ছাত্র-ছাত্রীদের কঠোর অধ্যবসায় আর শিক্ষকদের ঐকান্তিক চেষ্টায় এমন ভাল ফলাফল সম্ভব হয়েছে।