জোর করে গণভবনে নেওয়া হয়েছিল, বললেন আবু সাঈদের ভাই

পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেছেন, আমরাদের সৌভাগ্য সরকার আমাদের বাড়িতে এসেছেন। তিনি অভিযোগ করেন, তার পরিবারকে জোর করে গণভবনে নিয়ে যাওয়া হয়েছিল।

আজ শনিবার (১০ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের বাড়িতে আসেন। এ সময় আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, ‘আমরা একটা সাধারণ পরিবার। আমাদের বাড়িতে সরকার আসছে এ জন্য ভালো লাগছে। কিন্তু ভাই হারানোর শোক আমরা ভুলতে পারি না। শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে তিনি বলেন, ‘আমাদেরকে জোর করে গণভবনে নিয়ে গেছে। অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় লোকজন এসে ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে রাজি করে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, ‘উনি তখন সরকার ছিলেন, যদি আমাদের কোনো সমস্যা করেন তাই আমরা গেছিলাম। অনেকে বলেছে তোমরা যদি না যাও তাহলে কোনো একটা মামলার মধ্যে ফেলে তোমাদেরকে অপমান-হয়রানি করবে। আবু সাঈদের হত্যার বিচার হবে আশা করে তিনি বলেন, ‘সরকার প্রধান বলেছে ভাই হত্যার বিচার করবে। শুধু আমার ভাইয়ের বিচার হবে এমন নয়। আমার এক ভাই হারায় নাই, হাজারও ভাই আমার হারিয়েছি। আমি সকলের বিচারের দাবি করেছি।

ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছে জানতে চাইলে আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘মানুষ যেন বিনামূল্যে ওষুধ পায় এ জন্য ছেলের নামে সরকারি হাসপাতাল চাইছি। একটা মসজিদ করার দাবি জানাইছি। রাস্তা, কলেজের নামকরণ করতে বলছি। মাদ্রাসা যেন হয়। আর ছেলের হত্যার বিচার চাইছি। উনি কথা দিছে সব করবে। শুধু আজ নয়, সব সময় আমাদের পাশে থাকবে। উনি অনেক ভালো মানুষ।

ছোট বোন সুমি আক্তার বলেন, ‘আমার ভাইয়ের খুনিদের ফাঁসিতে ঝুলানোর কথা বলেছি। আমার ভাইয়ের বিচার যেন হয়। আমার ভাইয়ের রক্ত বৃথা যায় নাই। তাই আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। আমার ভাইয়ের মতো যারা আন্দোলনে মারা গেছে, তারা যেন ন্যায্য বিচার পায়। আমার ভাইকে যেন শহীদ মর্যাদা দেওয়া হয়।

সুমি আক্তার আরও বলেন, ‘স্যার আমাদের সব কথা শুনে বলেছেন আমি আজকে আসলাম দেখা করে গেলাম, একেবারে চলে গেলাম না। কথা দিলাম, আপনাদের পাশে থাকব, আবু সাঈদকে মনে রাখব। দোয়া করবেন আবু সাঈদের মতো দেশ গড়ার যেন তৌফিক আল্লাহ আমাকে দেন।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে

ঢাকার আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদাচ্ছের খান জ্যোতির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x