আশুলিয়ায় ষড়যন্ত্র মূলক মামলার বিরুদ্ধে বিএনপি নেতা আব্দুল গফুর মিয়ার  সংবাদ সম্মেলন

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নামে ষড়যন্ত্র মূলক মামলা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে আশুলিয়া থানা বিএনপি ।

শনিবার দুপুরে আশুলিয়ার ভাদাইল এলাকায় নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া বলেন,গেল পাঁচ আগষ্ট আশুলিয়ায় ছাত্র জনতার উপর আওয়ামী লীগ,যুবলীগ ছাত্রলীগ, পুলিশ ও সশন্ত্র সন্ত্রীদের গুলিতে অনেক মানুষ নিহত ও আহত হন। পরে নিহত ও আহত পরিবারের সদস্যরা ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন অবস্থায় একটি স্বার্থন্বেসী মহল মামলার বাদীদেরকে ম্যানেজ করে আমার নামে ও আমাদের দলীয় নেতাকর্মীদের নামে ঢাকা জেলা বিচারিক আদালত ও আশুলিয়া থানায় মিথ্যা মামলা দায়ের করেন। এমব অবস্থায় দলীয় নেতাকর্মীরা বিব্রত অবস্থায় পড়েছেন। যারা এসকল মিথ্যা মামলা দিচ্ছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি থানা পুলিশকে মামলার সত্যতা যাচাই বাচাই করে নেওয়ার আহবান জানান। বিএনপির কোন নেতাকর্মীরা মামলা বাণিজ্য করার চেষ্টা করলেও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলেন তিনি। এসময় তিনি তার ও নেতাকর্মীদের নামে সকল ষড়যন্ত্র মূলক মামলা ও হয়রানী অবিলম্বে প্রত্যাহার করারও আহবান জানান।

সংবাদ সম্মেলনে এসময় ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাঈনুল হোসেন বিল্টু,যুগ্ম সাধারণ সম্পাদক শামছুল ইসলাম,আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান সহ-সভাপতি নজরুল ইসলাম,সহ-সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহী, মোশাররফ হোসেন, কামাল হোসেন, মোবারক হোসেন, মাহাবুব আলমসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভার ও আগুলিয়া থানায় আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়ার নামে ৫ টি মামলা দায়ের করা হয় ।

জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি: দুদক

জিয়া অরফানেজ ট্রাস্টের কোন টাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আত্মসাৎ করেননি বলেই সর্বোচ্চ আদালতকে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x