সাভারে  মাদকসহ গ্রেপ্তার ৩

সাভারে অভিযান চালিয়ে  প্রায় ৫ কোটি ৫২ লাখ টাকার ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং এর দেশীয় মদ উদ্ধার করে তিন জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উদ্ধার করা মাদকসহ গ্রেপ্তার তিন মাদক কারবারিকে সাভার মডেল থানায় হস্তান্তর করে র‍্যাব-৩। এর আগে ভোরে সাভারের আমিনবাজারের ২০ শয্যা হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে মাদকসহ ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আবদিন আলী (৫৮), বিষু রহমান (৩৭) ও আলিফ (৩০)। গ্রেপ্তারদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও তারা পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। র‍্যাব জানায়, ভোরে র‍্যাব-৩ এর একটি দল সাভারের আমিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩০০ বোতল ফেনসিডিল ও কেরু অ্যান্ড কোং এর ১৮ হাজার বোতল মদ উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করে র‍্যাব। রাতে মাদকসহ আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন  বলেন, ভোরে অভিযান করে উদ্ধার করা ফেনসিডিলের বর্তমান আনুমানিক বাজার মুল্য ১২ লাখ ও কেরু’র মুল্য ৫ কোটি ৪০ লাখ টাকা। এসব মাদকসহ আসামিদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া  বলেন, আসামিদের বিরুদ্ধে র‍্যাব-৩ এর ডিএডি মাহবুব হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হবে।

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী আটক

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x