দেশ নেত্রী বেগম খালেদা জিয়া,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে সাভার ও আশুলিয়া বাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
তিনি তার বাণীতে দেশের চিরাচরিত সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে ও গণতন্ত্রকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, ‘বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। প্রতি বছরের ন্যায় এ বছরও সারাদেশে যথাযথ উৎসাহ- উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির মধ্য দিয়ে সাড়ম্বরে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি আনন্দিত।’তিনি
আরও বলেন, ‘আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপাচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে দুর্গাপূজা উৎযাপন করে আসছে।দুর্গাপূজা কেবল ধর্মীয় উৎসব নয়,সামাজিক উৎসবও। দুর্গোৎসব উপলক্ষে ধর্ম-বর্ণ নির্বিশেষে আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী একত্রিত হন,মিলিত হন আনন্দ- উৎসবে।তাই এ উৎসব সার্বজনীন।’
আলহাজ্ব আব্দুল গফুর মিয়া বলেন,’দুর্গাপূজার সঙ্গে আবহমান বাংলার ঐতিহ্য ও সংস্কৃতি মিশে আছে।ধর্মীয় উৎসবের পাশাপাশি দুর্গাপূজা দেশের জনগণের মাঝে পারস্পরিক সহমর্মিতা ও ঐক্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
শারদীয় দুর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক,ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনকে আরও সুসংহত করুক।’
তিনি বলেন,‘মানবতাই ধর্মের শাশ্বত বাণী।ধর্ম মানুষকে ন্যায় ও কল্যাণের পথে আহ্বান করে,অন্যায় ও অসত্য থেকে দূরে রাখে,দেখায় মুক্তির পথ।তাই ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়াতে হবে।সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির চিরকালীন ঐতিহ্য।
সম্মিলিতভাবে এ ঐতিহ্যকে এগিয়ে নিতে হবে দেশের সামগ্রিক অগ্রযাত্রায়।’ তিনি শারদীয় দুর্গোৎসবের সাফল্য কামনা করে বলেন,‘আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে।সকলে মিলে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি।তাই এই দেশ আমাদের সকলের।তাই দূর্গোৎসব সত্য-সুন্দরের আলোকে ভাস্বর হয়ে উঠুক,ধর্ম- বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যরের বন্ধনকে সুসংহত করুক।