বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় আশুলিয়ার ২নং ওয়ার্ডে উনাইল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ধামসোনা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সভাপতি মোঃ আব্দুল হালিম মাস্টার এর সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাবেক আহবায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। ঢাকা -১৯ আসনের সাবেক (এমপি) ও সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সভাপতি ঢাকা জেলা বিএনপি।
এসময় আরও উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী মোঃ পিয়াস আলী, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল, ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার, বিএনপি নেতা মোঃ ইদ্রীস ভুঁইয়া, আব্দুল হাইসহ থানা,ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।