সাভারের আশুলিয়ায় এবারের শ্রমিক অস্তোষনে বিদেশী চক্র জড়িত ছিলো বলে জানিয়েছেন অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব,) আব্দুল হাফিজ।
রোববার বিকেলে আশুলিয়া ইউনিয়নের বড় রাঙ্গামাটিয়া এলাকার কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ প্রাইভেট লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব,) আব্দুল হাফিজ এসময় আরও বলেন,শিল্পাঅঞ্চলে বেতন ভাতা দাবি দাওয়া নিয়ে অসন্তোষ ছিলো এছাড়াও বিদেশী চক্র শ্রমিক অস্তোষনে উস্কে ও ইন্ধন দিয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী অস্তোষকারীদের চিহিৃত করে ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছে সেকারণেই এখন সব কারখানা চালু রয়েছে কোন সমস্যা নেই। অর্থনিতির মুল চাবিকাটি হচ্ছে পোশাক কারখানাও বলেও বলেন তিনি।
এসময় অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেন,গুজবে বা ঢালাও ভাবে বলা যাবে না যে শ্রমিক অস্তোষনের কারণে অনেক অর্ডার অন্য দেশে চলে গেছে বায়াররা নিয়ে গেছে এটা আমাদের দেখতে হবে এটা যদি আসলে হয় তাহলে আমাদের দেখতে হবে কোন কারখানার মালিককে ঢালাও ভাবে ক্ষতি সাধনে কিছু করার কোন সিদ্ধান্ত হয়নি বলেও বলেন তিনি। এসময় তারা কারখানার শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন।
এসময় সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান,কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাষ্ট্রিজ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনির হোসেন,ভাইস প্রেসিডেন্ট কাজী মঞ্জুরুল ইসলাম,হেড অব এইচ আর এন্ড এ্যাডমিন শিপার সমাজ পতিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সিংক অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব,) আব্দুল হাফিজ।
সিংক অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।