রৌমারীতে ভারতীয় চোরাচালানি গরু মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রৌমারীতে গরু চুরির মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। ২০ অক্টোবর রবিবার সকাল ১১ টায় সায়দাবাদ বাজার নামক এক স্থানে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

ভুক্তভোগী বাদল মিয়া লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন থেকে আমরা ৪/৫ জন মিলে শেয়ারের মাধ্যমে বিভিন্ন গ্রাম ও হাট বাজার থেকে গরু ক্রয় করে কয়েকদিন লালন পালনে হাট বাজারে বিক্রয় করে আসছি। ঘটনার দিন ২৪ জুলাই বিকাল ৩ টার দিকে বিভিন্ন গ্রাম থেকে ক্রয় করা ৮টি মাঝাড়ি ষাড় গরু বাড়ি থেকে বিক্রয় করার উদ্দেশ্যে কর্ত্তিমারী হাট বাজারে নেয়ার পথে কর্ত্তিমারীর কাশিয়াবাড়ি চৌরাস্তার মোড়ে ওৎপেতে থাকা এস আই জুলেল, এসআই সাহাদত হোসেন খান ও এএসআই জয়নুল আবেদীনসহ একদল পুলিশ গরুসহ আমাদেরকে পথ রোধ করে। পরে গরু গুলি ভারতীয় সীমান্ত এলাকা হতে চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে আনা হয়েছে বলে জোর পুর্বক গরু ও আমাকে আটক করা হয় এবং রৌমারী থানায় নিয়ে এসে মামলা দিয়ে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেন। এ মামলায় জড়িত করে আমার বড় ভাই বাবলু মিয়া (৩৮) ও মোন্নাফ মিয়া (৪৫)সহ আরো অজ্ঞাত নামা ৭/৮ জনকে।

উল্লেখ্য যে, পুলিশের আরজিতে বলা হয়েছে যে, বকবান্দা নামা পাড়া গ্রামের করম আলীর পুত্র বাদল মিয়া (৩২) ও পলাতক আসামী বাবলু মিয়া (৩৮) ও ঝাউবাড়ি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে মোন্নাফ মিয়া (৪৫)সহ অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে উল্লেখ করা হয় ২৪ জুলাই বেলা আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ভারতীয় সীমান্ত এলাকা হইতে চোরাকারবারিরা চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি চৌরাস্তা মোড়ে বেলাল হোসেনের দোকানের সামন থেকে গরুসহ আটক করা হয়। পরবর্তীতে বাবলু মিয়া, মোন্নাফ মিয়াসহ ৭/৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। ৮টি মাঝাড়ি ষাড় গরু যাহার আনুমানিক মূল্য ৩ লাখ ২৫ হাজার টাকা।

ভুক্তভোগী বলেন, আমরা শেয়ার ব্যবসায়ীগণ গ্রামের ও বিভিন্ন হাট বাজার ছাড়া কোন দিন সীমান্ত এলাকা চোরাচালানে যাই না। আমাদের কষ্টের অর্থে ক্রয় করা ৮ টি মাঝাড়ি ষাড় গরু আটক করে অর্থে ক্ষয়ক্ষতি করা ও মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা গরিব অসহায় মানুষ। হয়রানি থেকে রক্ষা ও গরু আটক করা আনুমানিক সোয়া ৩ লাখ টাকা উদ্ধারে সরকারের নিকট দাবী জানাচ্ছি।

কুড়িগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজিবপুর সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা ও...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x