ফ্রেন্ডশিপ প্রকল্পের উদ্যোগে বাংলাদেশের উত্তর চর দ্বীপ কুড়িগ্রামের চর রাজিবপুরে বন্যা স্বেচ্ছাসেবকদের গঠন ও সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের সূচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকার সময় চর রাজিবপুর উপজেলার অফিস হলরুমে বাংলাদেশের উত্তর চর দ্বীপ কুড়িগ্রামের চর রাজিবপুরে বন্যা স্বেচ্ছাসেবকদের গঠন ও সক্ষমতা বৃদ্ধি (Formation and capacity Building of flood volunteers in the Norther Char island of Bangladesh) প্রকল্পের উদ্যেগে সূচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপত্বি করেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেল নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা, রতন মিয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা এবং মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্যগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও ১০টি গ্রামের বন্যা স্বেচ্ছাসেবক এবং ফ্রেন্ডশিপ দুর্যোগ ব্যবস্থাপনা দলের প্রতিনিধিসহ ফ্রেন্ডশিপ আঞ্চলিক সমন্বয়কারী জনাব কে.এম. সাঈদুর রহমান, সিআইডিআরআর-নর্থ প্রকল্পের ব্যবস্থাপক উজ্জ্বল দিও, ফিন্যান্স অফিসার মারুফ চৌধুরী ও ফ্লোর ভলান্টিয়ার (flood volunteers) প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর, অর্গানাইজার সভায় উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রমের শুভ সুচনা করা হয়। সমন্বয় সভার সঞ্চালক হিসাবে ছিলেন উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক, সিআইডিআরআর-নর্থ প্রজেক্ট এবং নন্দদুলাল রায়, ফিল্ড ফেসিলিটেটর সিআইডিআরআর-নর্থ প্রজেক্ট। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কে.এম.সাঈদুর রহমান,
আঞ্চলিক সমন্বয়কারী, ফ্রেন্ডশিপ, রৌমারী। অতঃপর মি: উজ্জ্বল দিও, প্রকল্প ব্যবস্থাপক প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। উপস্থাপনায় তিনি ফ্রেন্ডশিপ এর যাত্রা, লক্ষ্য ও উদ্দেশ্য এবং বন্যা স্বেচ্ছাসেবক প্রকল্পের কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপনায় তুলে ধরেন। প্রকল্প বাস্তবায়নে গৃহীত পদক্ষেপ এবং চলমান কার্যক্রমের সংক্ষিপ্ত বর্ণনা ও চিত্র উপস্থাপন করা হয়।
বন্যা স্বেচ্ছা সেবক প্রকল্পের সাথে সংশ্লিষ্ট এফডিএমসির ও বন্যা স্বেচ্ছা সেবক প্রতিনিধিগন প্রকল্পের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা এবং বিতরনকৃত উপকরন সমূহের ব্যবহারের মাধ্যমে উপকারভোগীদের অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় বৃহৎ জনগোষ্ঠির সমন্বয়ে দূর্যোগ ঝুঁকি হ্রাস করণের কৌশল, বাস্তবায়নে নেতৃত্ব দানের মাধ্যমে সুফল বিশ্লেষনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে কার্যক্রমের সফলতা বিষয়ে তুলে ধরেন।
প্রকল্পের কার্যক্রমের উপস্থাপন শেষে মুক্ত আলোচনায় প্রশ্ন এবং উত্তরের পর্ব থাকায় প্রকল্প অবহিতকরণ সভা আরো প্রাণবন্ত লাভ করে।
প্রকল্প সূচনা সভায় প্রধান অতিথি তানভীর আহমেদ, কামনা পূর্বক দূর্যোগ ঝুঁকি হ্রাস করনে গৃহীত সকল পরিকল্পনার বিষয়ে প্রশংসা করেন। উপস্থিত প্রতিনিধিগন তাদের অভিব্যাক্তি প্রকাশ করে বলেন- প্রকল্প কর্তৃক পরিকল্পনা এবং প্রদর্শিত দূর্যোগ ঝুঁকি হ্রাসকরন কৌশল সমুহের চলমান চর্চা জনগোষ্ঠিকে উৎসাহিত করবে এবং এলাকায় দূর্যোগ ঝুঁকিহ্রাসে অবদান রাখবে।
শেষাংশে সভাপতি আসাদুজ্জামান মাসুদ বলেন- প্রকল্পের কার্যক্রমের মাধ্যমে নদী বেষ্ঠিত ঝুঁকিপূর্ন জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে কমিউনিটির প্রতিনিধি, ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধি, উপজেলা সকল কর্মকর্তা এবং ফ্রেন্ডশিপ এর সকল কর্মকর্তা, কর্মচারীদের সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষনা করেন।