রৌমারী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৪নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক এর রোগ মুক্তি ও প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। গতকাল ২৮ অক্টোবর সোমবার দুপুর দেড়টায় শৌলমারী ইউনিয়নের চরের গ্রাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শেখ আব্দুল্লাহের আয়োজনে তার নিজ বাড়িতে এ দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মিজানুর রহমান মিনু সাবেক ইউপি চেয়ারম্যান ও সহ-সভাপতি উপজেলা বিএনপির সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজু আহমেদ যুগ্ন সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি, রোকনুজ্জামান রোকন সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখা, মশিউর রহমান পলাশ সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল উপজেলা শাখা, মোস্তাফিজুর রহমান তারা সাবেক সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি রৌমারী শাখা, মমিনুল ইসলাম সদস্য সচিব জাতীয়তাবাদী যুবদল ইউনিয়ন শাখা দাঁতভাঙ্গাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ।
বক্তব্য শেষে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রাজ্জাকের রোগমুক্তি ও প্রয়াত প্রেসিডেন্ট মরহুম জিয়াউর রহমানসহ রৌমারীতে প্রেসিডেন্ট (চেয়ারম্যান) সাইদুর রহমান ও সভাপতি উপজেলা বিএনপি, সুরুজ্জামান বকুল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সভাপতি উপজেলা বিএনপি, ওয়াহেদুজ্জামান মৃদুল সহ-সভাপতি উপজেলা বিএনপি, রেজওয়ানুল হক পাখি সাধারন সম্পাদক উপজেলা বিএনপি, জয়নাল আবেদীন সহ-সভাপতি উপজেলা বিএনপি, রাজু আহমেদ সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপিসহ দলের হিতাকাঙ্খি যারাই দলের ভালবাসা ছেড়ে পরলোক গমন করেছেন সকলের জন্য দোয়া মাহফিল কামনা করা হয়েছে।