সিরাজগঞ্জ এক্সপ্রেস”পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

সিরাজগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী জেলার একমাত্র ট্রেন “সিরাজগঞ্জ এক্সপ্রেস” পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (০১ নভেম্বর) শুক্রবার সকল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন চত্বরে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি মোঃ সালমান এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনের সঞ্চালনায় সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী জেলার একমাত্র ট্রেন “সিরাজগঞ্জ এক্সপ্রেস” পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় অন্যন্যদের মধ্যে ছাত্র অধিকার পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক,মোঃ মুজাহিদ,রিদয় মাহমুদ, ছাত্র অধিকার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক মুমিন আকন্দ,হৃদয় মাহমুদ, হাসান মাহমুদ, কামারখন্দ উপজেলা শাখার অর্পণ খান জয়,আহনাফ আবেদ্বীন,মোতালেব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন,বৃটিশ সরকার শাসন আমলে প্রশাসনিক কার্যক্রম ওব্যবসা-বানিজ্যের প্রসার ঘটেছিল। রাজধানী ঢাকার সাথে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি তথা জগন্নাথগঞ্জ ঘাট হয়ে স্টিমারে নদীপাড় হয়ে এই সিরাজগঞ্জ থেকে কোলকাতা পর্যন্ত রেলপথে যাতায়াতের জন্য রেলপথ স্থাপন করে।

সিরাজগঞ্জে বিঞ্চপুর বিয়াড়া-রাণীগ্রাম, বাহিরগোলা, বাজার স্টেশন, রায়পুর, কালিয়া হরিপুর নামক স্থানে রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। ভোরের ট্রেন,মাইছা ট্রেন,সন্ধ্যা মেইল, সুন্দরবন এক্সপ্রেস,নিয়মিত ভাবে চলাচল করতো। সিরাজগঞ্জ থেকে কোলকাতায় এবং কোলকাতা থেকে সিরাজগঞ্জে অনেক ব্যবসায়ীরা সফল ভাবে ব্যবসা করতো। পাশাপাশি এসকল স্থানের অনেক দরিদ্র গরিব মানুষেরা এই রেলপথে এই ট্রেনেকরে ঈশ্বরদী, মাঝগ্রাম,মহনপুর,দিলপশার,বড়ালব্রীজ এলাকা থেকে বিভিন্ন মালমাল পরিবহন করে সিরাজগঞ্জ শহরে এনে বিক্রয় করে জীবীকা উপার্জন করতো।

তৎকালীন এরশাদ সরকার শাসন আমল থেকে
রাজনৈতিক মতপার্থক্যের কারণে এই সিরাজগঞ্জ বাসির কপাল পুরতে শুরু করে।

হঠাৎ করে ওই গাড়িগুলো বন্ধ করে দেয়াহয়। পরবর্তীতে আওয়ামিলীগ দলীয় সরকার আমলে সিরাজগঞ্জ বাসির আন্দোলন সংগ্রামের পরিপ্রেক্ষিতে পুনরায় সিরাজগঞ্জ থেকে ঢাকা রুটে একটি ট্রেন চালু করা হয়। কিছুদিন পর আবারও বন্ধ করা হয় ওই ট্রেনটি।

এরপর আবারও আন্দোলন সংগ্রামের পর তৎকালীন সরকারের মাননীয় মন্ত্রী মোহাম্মদ নাসিমের সহায়তায় ২০১৩ সালের ২৭ জুন
সিরাজগঞ্জ শহরের প্রবেশদ্বার বাজার স্টেশন চত্বরে বিশাল জনসভায় রেলপথ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মোঃ মুজিবুল হকসহ রেলওয়ে বিভাগের উর্ধতন কর্মকর্তার উপস্থিতিতে সিরাজগঞ্জ হতে ঢাকামুখী আন্তঃনগর ট্রেন “সিরাজগঞ্জ এক্সপ্রেস” নামে একটি ট্রেন চালু করে। যে ট্রেনটি ছিল ব্যবসা সফল।

যাহা পরবর্তীতে একটি মহলের ইন্ধনে রেলওয়ে বিভাগে লোকসান দেখিয়ে সেই ট্টেনটি বন্ধ করে দেয়া হয়। এতেকরে প্রতিনিয়ত জনসাধারণের যাতায়াতে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এসময় বক্তাগন আরও বলেন, সিরাজগঞ্জ হইতে ঢাকামুখী “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেনটি পুনরায় চালু করতে হবে। অনতিবিলম্বে “সিরাজগঞ্জ এক্সপ্রেস”ট্রেন যদি চালু না হলে সিরাজগঞ্জবাসীকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার হুশিয়ারী প্রদান করেন ।

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী আটক

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x