মাহবুব আলম মানিক
ঢাকা জেলার আশুলিয়া শিল্পাঞ্চল ভাদাইল হাসেম কলোনির একটি ভাড়া বাসায় অনৈতিক কাজ করতে গিয়ে স্থানীয় ও আশেপাশের লোকজনের হাতে আটক হয়েছেন ঢাকা ইপিজেড ইয়ংওয়ান গার্মেন্টসের মেকানিক্স ইকরামুল হক।
গত বৃহস্পতিবার রাতে ভাদাইল হাসেম কলোনি আলমাস এর মালিকানাধীন পাঁচতলা ভবনের ২য় তলার একটি ব্যাচেলার কক্ষে ঘটনাটি ঘটে।
আটক ইকরামুল দিনাজপুর জেলার রানীগঞ্জ উপজেলার বাসিন্দা বর্তমান তিনি আশুলিয়ার ভাদাইলে ভাড়া বাসায় থেকে ঢাকা ইপিজেড ইয়াংওয়ান নামের একটি পোশাক তৈরি শিল্প কারখারনার মেকানিক্স পদে কর্মরত আছেন।
জানা যায় ইকরামুল ইয়াং ওয়ানে মেকানিক্স পদে চাকুরির সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন নারী অপারেটরদের সাথে সখ্যতা গড়ে তোলে অনৈতিক কাজ করতেন অন্যান্য বারের ন্যায় সেদিনও তিনি একই কারখানার নারী অপারেটর ফাতেমাকে নিয়ে তাঁর ব্যাচলর ভাড়া বাসায় অনৈতিক কাজের উদ্দেশ্য নিয়ে যান। এসময় আশেপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দুজনকে বাহিরে থেকে তালাবদ্ধ করে এলাকার স্থানীয় লোকজনকে খবর দেন।
পরে ইকরামুল ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় লোকজনের হাতে পায়ে ধরে বিষয়টি আপোষ মিমাংসা করে ঔ নারীকে তার স্বামীর হাতে তুলে দেন। এবং ইকরামুলকে ভবিষ্যতে যেন একরম কর্মকান্ড না করেন সতর্ক করে তাতক্ষনিক ভাড়া বাসা ছেড়ে চলে যেতে বলেন।
এবিষয়ে ইয়াং ওয়ান ফ্যাক্টরীর এইচ আর এডমিন ম্যানেজারের সাথে কথা বললে তিনি অভিযোগ পেলে ব্যাবস্থা নিবেন বলে জানান।