৬ কারখানা বন্ধ, ২৫টিতে ছুটি ঘোষণা

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং ২৫টি কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জানা গেছে, গাজীপুর মহানগরীর কাশিমপুর, কোনাবাড়ি বিসিক, জরুন ও জিরানী এলাকায় ২৫টি পোশাক কারখানায় শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়াসহ আন্দোলনের কারণে বন্ধ ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ। কারখানা গুলো হচ্ছে রেজাউল এ্যাপারেলস, লাইফ টেক্সটাইল, লাইফ স্টাইল গার্মেন্টস, ফ্যাশন পয়েন্ট, ফ্যাশন সামিট, রিপন নিটওয়্যার, এমএম নীটওয়্যার, এস্ট্রো নীটওয়্যার ও আইআর সোয়েটার লিমিটেড প্রভৃতি।

এছাড়া মহানগরীর কোনাবাড়ি এলাকার তুসুকা গ্রুপের অধীনে পরিচালিত ছয়টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। রবিবার সকালে কারখানার সামনে অনির্দিষ্টকালের জন্য বন্ধ নোটিশ সাটিয়ে দেওয়া হয়। বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেড।

পুলিশ ও কারখানা সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে শ্রমিকদের একটি দল কিছু অজ্ঞাতনামা বহিরাগতদের সঙ্গে নিয়ে অযৌক্তিক দাবিতে বেআইনি ধর্মঘট শুরু করে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা সকাল বেলা হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে কারখানার প্রধান গেটে এসে জড়ো হয় এবং অস্থিরতা সৃষ্টি করে। কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও শ্রমিকরা তা অমান্য করে। শ্রমিকদের একটি অংশ অস্থিতিশীল আচরণ প্রদর্শন করে, যা দাঙ্গা-হাঙ্গামা এবং মারামারির মতো অরাজক পরিস্থিতির সৃষ্টি করে।

এক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানব: চমকএক দানবের হাত থেকে বের হতেই অন্য মহাদানব: চমক কারখানা কর্তৃপক্ষ জানায়, শ্রমিকদের এমন কর্মকাণ্ড বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর আওতায় অবৈধ ধর্মঘট হিসেবে গণ্য হয়। শ্রমিকদের এহেন কর্মকাণ্ডে কারখানার কর্মকর্তা, কর্মচারী ও সম্পত্তির নিরাপত্তা হুমকির মুখে পড়ায় তুসুকা গ্রুপ বাধ্য হয়ে ৩ নভেম্বর সকাল ৮টা থেকে কারখানাগুলোর কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

এ বিষয়ে তুসুকা গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এবং পুনরায় কাজের উপযোগী পরিবেশ তৈরি হলে কারখানাগুলোর পুনরায় খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। শ্রমিকদের দাবি ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে কারখানা এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। শ্রমিকদের অনেকে দাবি করছেন, তারা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন বিলসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেছিলেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ধর্মঘটে যাওয়ার বিষয়টি বিতর্কিত হয়ে উঠেছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, শ্রমিকদের বেশ কিছু দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিলেও শ্রমিকরা তাদের সঙ্গে একমত পোষণ করতে পারেনি। যার কারণে কারখানা কর্তৃপক্ষ রবিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ দিয়েছে। কারখানার মহাব্যবস্থাপক মাসুম হোসেন বলেন, শ্রমিকদের দাবির প্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ১৬টি দাবি মেনে নেয়। তারপরও শ্রমিকরা সন্তুষ্ট নয়। আমাদের কাছে খবর ছিল কিছু কারখানায় হামলা চালানোর পরিকল্পনা করছে। যার কারণে কারখানা শ্রম আইন অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারখানা মালিক বলেন, শ্রমিকদের বেতন বৃদ্ধি, হাজিরা বোনাস, টিফিনের টাকা বাড়ানোসহ সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার পরও তারা আরো অতিরিক্ত সুবিধা দাবি করে আসছে। তাদের দাবির শেষ নেই। হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির আশঙ্কায় বাধ্য হয়ে কারখানা রাখতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানার স্বাভাবিক উৎপাদনে যাওয়া সম্ভব নয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, শ্রমিক অসন্তোষের কারণে বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে। তুসুকা গ্রুপের ৬টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। ।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x