কুড়িগ্ৰামের চর রাজিবপুর উপজেলার কোদালকাঠি ইউনিয়নের, চর – সাজাই গ্রামের মোঃ হারুন-রশিদ নামের এক ব্যক্তি (২০) পিস ইয়াবাসহ আটক ।
হারুনের বর্তমান বয়স (৩০)বছর। তার পিতার নাম মোঃ ওমর আলী। গ্রাম চর সাজাই । তাকে আনুমানিক বিকাল (৪:৩০) মিনিটে কোদালকাটি ইউনিয়নের চর- সাজাই গ্রাম থেকে ধরা হয়। এই ইয়াবা ব্যবসায়ী হারুনকে চর – রাজিবপুর থানার এস আই মোহাম্মদ আবুল কালাম ও তার টিম আটক করেন । এস আই মোহাম্মদ আবুল কালাম গোপন সূত্রে জানতে পারে ইয়াবা সহ হারুন তার বাসায় রয়েছে।
চর রাজিবপুর থানার একটি চৌকস টিম এস আই আবুল কালাম দ্রুত গতিতে তার টিম নিয়ে চর সাজাই গ্রামে তার বাসা ঘেরাও করে তাকে আটক করেন। এবং থানায় নিয়ে এসে তাকে আটকে রাখেন।
চর- রাজিবপুর ওসি মোঃ আনোয়ার হোসেন সঙ্গে কথা বলতে গেলে তিনি বলেন মাদক নিয়ে যারা ব্যবসা-বাণিজ্য করবে তাদের কোন ছাড় নেই। তিনি আরো বলেন আমরা চর রাজিবপুর কে একটি মাদক মুক্ত উপজেলা তৈরি করবো।