সাভারে হাউজিং কোম্পানির বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল ও গাছ কথাটা অভিযোগে মানববন্ধন

সাভারে একটি হাউজিং এর বিরুদ্ধে সরকারী খাস জমি,কৃষকদের জমি দখল ও গাছ কাটার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মানববন্ধনে এসময় এলাকাবাসীর পাশাপাশি কৃষকরাও অংশ গ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা অভিযোগ করে বলেন,গান্ধারিয়া এলাকায় আওয়ামী লীগ নামধারী আব্দুল হাকিম নামের এক এক ব্যক্তি সরকারী খাস জমি কৃষকদের জমি জোর পূর্বক দখল করে সাভার লেক সিটি নামের একটি হাউজিং করেন। সেখানে তিনি প্লট আকারে জমি বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী এলাকাবাসীরা জমি দখলের প্রতিবাদ করায় তাদের উপর হামলা ও মারধর করেন লেক সিটির মালিক আব্দুল হাকিমের লোকজন।

এঘটনায় এলাকাবাসীরা সাভার মডেল থানায় অভিযোগ ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগও করে কোন প্রতিকার পাচ্ছেন না। পরে বিক্ষুব্ধ এলাকাবাসীরা আজ হাতে-হাত ধরে জমি দখলকারী আব্দুল হাকিমের কঠোর শাস্তি দাবি করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এসময় তারা আরও বলেন,আব্দুল হাকিম সরকারী গাছও সেখানে জোর পূর্বক ভাবে কেটে নেওয়ার পাশাপাশি কৃষকদের জমি জোর পূর্বক ভাবে দখল করার চেষ্টা করছেন। জমি গুলো দখল হয়ে গেলে কৃষকরা ফসল ফলাতে পারবে না বলেও বলেন তারা। এসময় তারা আরও অভিযোগ করে বলেন,জুলাই আগষ্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর আব্দুল হাকিম হামলা করেছে বলেও অভিযোগ করেন। বিষয়টি বর্তমান অন্তবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন কৃষকরা।

এবিষয়ে জানতে সাভার লেক সিটির মালিক আব্দুল হাকিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। ।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x