রাজিবপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হত্যা মামলায় আটক

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কু (৬০) কে আটক করেছে রাজিবপুর থানা পুলিশের একটি দল।

 মঙ্গলবার দুপুরের দিকে কোদালকাটি বাজার থেকে তাকে আটক করা হয়। থানার একটি সূত্র থেকে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে কুড়িগ্রামের শিক্ষার্থী আশিক হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে গত ৪ আগস্ট শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয় এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন শিক্ষার্থী আশিকুর রহমান। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় গত ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

রাজিবপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির ছক্কু এই মামলায় এজাহারনামীয় আসামি নন। তাকে সন্দেহ ভাজন হিসেবে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল আলম বলেন, হুমায়ূন কবির ছক্কু’কে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এতে রাজিবপুর থানা পুলিশের সহায়তা নেয়া হয়েছে।

রাজিবপুর থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন বলেন, কুড়িগ্রাম সদর থানার একটি হত্যা মামলায় হুমায়ুন কবির ছক্কু’কে আটক করা হয়েছে। তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছন তিনি।

ভারতে যাওয়ার সময় ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী আটক

ভারতে যাবার পথে বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন ঢাকার ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তার ছোট ভাই সত্যজিৎ পাণ্ডে।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x