সিরাজগঞ্জ বিশ্ব ডায়াবেটিক  দিবস উপলক্ষে পদযাত্রা ও আলোচনাসভা 

” নিয়মিত হাটুন সুস্থ থাকুন” সুস্বাস্থ্যই হোক আমাদের অঈীকার ” এই শ্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  সিরাজগঞ্জে বিশ্ব ডায়াবেটিক দিবস পালন করা হয়েছে।  দিবস উপলক্ষে পদযাত্রা, আলোচনা সভা ও বিনামূল্যে  ডায়াবেটিক পরীক্ষা – ফ্রি মেডিকেল ও চিকিৎসা ক্যাম্প  অনুষ্ঠিত হয়েছে।

আজ ( ১৪ নভেম্বর) বৃহস্পতিবার  সকালে সিরাজগঞ্জ পৌর শহরের নর্থ  বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গনে সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি সিরাজগঞ্জ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে  বনার্ঢ়্য পদযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে  নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চত্বরে এসে শেষ হয়।  এর আগে বনার্ঢ়্য পদযাত্রাটি শুভ উদ্বোধন করেন  অনুষ্ঠানের প্রধান অতিথি নর্থ  বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মীর সাখাওয়াত হোসেন।  পরে বনার্ঢ্য পদযাত্রা শেষে

ডায়াবেটিক বিভাগের  সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ জিয়াউল কবিরের সভাপতিত্বে ও ডাঃ শামসুল আলম স্বপনের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভা  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নর্থ  বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি, সিরাজগঞ্জের সাধারণ সম্পাদক  মোঃ আরমান আলী।   দিবসটি পালন উপলক্ষে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের  প্রধান অতিথি  নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ  হাসপাতালের ডায়াবেটিক বিভাগের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ মীর সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ মীর সাখাওয়াত হোসেন বলেন, দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা ক্রমাগত দিনদিন বেড়েই চলেছে । এখনও অনেক মানুষ তাদের ডায়াবেটিসে আক্রান্তের বিষয়টি অবগত নন।  অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে প্রতিনিয়ত হৃদ্‌রোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্বসহ বিভিন্ন শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে।  তাই ডায়াবেটিসের ঝুঁকি ও ক্ষতির প্রভাব থেকে রক্ষা পেতে ডায়াবেটিসের কারণ, লক্ষণ ও প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। এসময়  নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ  হাসপাতালের সহকারী পরিচালক মোঃ  আব্দুস সালাম, মেডিসিন বিভাগের  রেজিস্টার ডাঃ পারভেজ আলমসহ অন্যান্যা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঃ সিরাজগঞ্জ ডায়াবেটিক সমিতি উদ্যোগে বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা ও ফ্রী মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে চোখের রেটিনা পরীক্ষা ও বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষাসহ গরীব ও দুঃস্থ্য ডায়াবেটিক রোগীদের মধ্যে ইনসুলিন বিতরণ  এবং গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডায়াবেটিক রোগী, সুশীল সমাজ,  সাংবাদিক ও সাধারণ নাগরিকদের উপস্থিতিতে সচেতনতা সভা, উল্লখ্যযোগ্য ছিল।

নর্থ  বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ ও ডায়াবেটিক সমিতি সিরাজগঞ্জের সভাপতি অধ্যাপক  ডাঃ এম এ মুকিত, সাধারণ সম্পাদক মোঃ আরমান আলী দিকনির্দেশনায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা হচ্ছে বলে জানান।

বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। ।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x