রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে কতিপয় ব্যক্তি যারা দুর্বৃত্ত নামে খ্যাত খোলস পাল্টে বিএনপি বা সমন্বায়ক এর লেবাসে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে।
আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের পদলেহনকারীরা ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে। তেমনি এক ব্যক্তির সন্ধান পাওয়া গেছে দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের জামালচর গ্রামের শেখ মোতালেব (মোতলেব) এর ছেলে সোহেল নামে এক ব্যক্তির। তিনি রাইপাড়া ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এলাকায় চালাচ্ছে বিভিন্ন ধরনের অপকর্ম। কিছু ছবি আমাদের পত্রিকার হাতে এসে পৌঁছেছে।
এসব ছবি প্রমাণ করে তৎকালীন আওয়ামী লীগ সরকারের স্থানীয় নেতাদের সাথে তার কি ধরনের দহরম মহরম ছিল। এ ধরনের কতিপয় ব্যক্তির কারণে বিএনপি ইমেজ সংকটে পড়ছে।
এ ব্যাপারে রাইপাড়া ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে জানান, অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
চাউর বা প্রবাদ আছে ছবি কথা বলে। যেমন: ছবি ১. আওয়ামী লীগের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাদেরকে নিয়ে ভুঁড়ি ভোজে ব্যস্ত সোহেলের নিজস্ব বাড়িতে (বৃত্তাকারে শ্মশ্রুমণ্ডিত সোহেল), ছবি ২. আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় .চেয়ারম্যানের সাথে একটি প্রকল্প উদ্বোধনের সময় সোহেলকে দেখা যাচ্ছে (বৃত্তাকারে), ছবি ৩. আওয়ামী লীগের স্থানীয় নেতাদের সাথে এক সভায় সোহেল (বৃত্তাকারে শ্মশ্রুমণ্ডিত সোহেল), ছবি ৪. আওয়ামী লীগের জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাদেরকে নিয়ে পারিবারিক ভাবে সোহেল (বৃত্তাকারে শ্মশ্রুমণ্ডিত সোহেল), এসব ছবিতে প্রকাশ পায় সোহেলের আসল রূপ। এতে যেমনি ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বর্তমান সরকারের তেমনি বিএনপি’র।
প্রশাসন ও বিএনপি এ ব্যাপারে নজর দেবেন বলে স্থানীয় নিরীহ জনসাধারণ আশা প্রকাশ করছে।