কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসা সংলগ্ন খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে আছে। সংস্কারের অভাবে কয়েক হাজার মানুষের চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
বদরপুর, মরিচাকান্দি, বালিয়ামারী, শিবেরডাঙ্গি এবং পার্শ্ববর্তী রৌমারী উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ এই ব্রিজ দিয়ে যাতায়াত করেন।
এটি ঢাকা-রৌমারী মহাসড়কের একমাত্র সংযোগ সড়ক হওয়ায় এর গুরুত্ব অনেক। তবে মাঝখানে কয়েক জায়গায় রড বের হয়ে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা মোঃ শাহাব উদ্দিন জানান, প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানে ফাটল দেখা দেয়। এখন সেটি বড় গর্তে পরিণত হয়েছে। ব্যবসায়ী রুস্তুম আলী বলেন, বড় যানবাহন চলাচল করতে না পারায় নির্মাণ সামগ্রী এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।
রাজিবপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহ আলম বলেন, “ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমি দ্রুত সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা জানান, ব্রিজটির বর্তমান অবস্থার বিষয়ে উপর মহলে আবেদন পাঠানো হয়েছে। শিগগিরই নতুন ব্রিজ নির্মাণের কার্যক্রম শুরু হবে।
স্থানীয়রা দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।