গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা

সিরাজগঞ্জে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণার কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ( ২০ নভেম্বর) সকালে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করণ ( তয় পর্যায়ে) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ঢাকা ও জেলা প্রশাসন সিরাজগঞ্জ আয়োজনে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মাঝে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে।

গ্রাম আদালতে সাধারণ মানুষ যাতে সঠিক বিচার পায় সেদিক লক্ষ্য রাখতে হবে।  গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত সম্পাদন হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ব্যাপক ভূমিকা রাখতে হবে।

সাধারণ মানুষেরা গ্রাম আদালতে সঠিক ভাবে বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়ে থাকে ।
এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা পালন করা।

অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহাম্মেদ, জেলা তথ্য অফিস সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ শরীফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলাউদ্দিন, মহিলা অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক প্রতীতি পিয়া,এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, গ্রাম আদালত জেলা ম্যানেজার মোঃ আব্দুল হান্নান ও প্রোগ্রাম এন্ড ফাইনের্জ এ্যাসিডেন্ট মোঃ কাউসার জামান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, সুক নির্বাহী পরিচালক মোঃ আনোয়ার হোসেন, ডেলটা ডেভেলপমেন্ট প্রজেক্ট জেলা সমন্বয়কারী ইকবাল সিদ্দিকী,ডিএসবি মোঃ আহসানুজ্জামান, এনএস আই মোঃ আব্দুল মোতালেবসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বন্যহাতির তান্ডবে ফসলের ব্যাপক ক্ষতি আতঙ্কে এলাকাবাসী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে সীমান্ত এলাকায় বন্যহাতির তান্ডবে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। ভ‚ট্রা ও সরিষা ক্ষেতে হানা দেয় হাতির দল। ।...

Read more

সর্বশেষ

ADVERTISEMENT

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত


সম্পাদক ও প্রকাশক : মাে:শফিকুল ইসলাম
সহ-সম্পাদক : এডভােকেট-মোঃ আবু জাফর সিকদার
প্রধান প্রতিবেদক: মোঃ জাকির সিকদার

কার্যালয় : হোল্ডিং নং ২৮৪, ভাদাইল, আশুলিয়া, সাভার, ঢাকা-১৩৪৯

যোগাযোগ: +৮৮০ ১৯১ ১৬৩ ০৮১০
ই-মেইল : dailyamaderkhobor2018@gmail.com

দৈনিক আমাদের খবর বাংলাদেশের একটি বাংলা ভাষার অনলাইন সংবাদ মাধ্যম। ১৫ ডিসেম্বর ২০১৮ থেকে দৈনিক আমাদের খবর, অনলাইন নিউজ পোর্টালটি সব ধরনের খবর প্রকাশ করে আসছে। বাংলাদেশের সবচেয়ে প্রচারিত অনলাইন সংবাদ মাধ্যমগুলির মধ্যে এটি একটি।

ADVERTISEMENT
x